
গাইবান্ধা প্রতিনিধিঃ শিক্ষাক্ষেত্রে ৫ গুণ বেতন ফি বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার গাইবান্ধা শহরের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি রাহেলা সিদ্দিকা, সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, সরকারি কলেজ শাখার সভাপতি মাহবুব আলম মিলন, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম শান্ত প্রমুখ। বক্তারা অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা এবং শিক্ষাক্ষেত্রে ৫ গুণ বেতন ফি বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। এছাড়া বক্তারা কোচিং বাণিজ্য বন্ধ করে স্কুলকে শিক্ষার মূল কেন্দ্রে পরিণত করারও আহবান জানান।