খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে ২০১৬-১৭ অর্থ বছরে বরাদ্দকৃত অতিরিক্ত সংখ্যার বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।
গত বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ভাতার কার্ড বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবু তালেব সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা সমাজসেবা অফিসার ইকবাল হোসেন, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চট্টু ও বেতকাপা ইউপি চেয়ারম্যান ফজলুল হকসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৬-১৭ অর্থ বছরে উপজেলায় মোট বয়স্ক ভাতা ৩’শ ৪, প্রতিবন্ধী ৩’শ ১০ ও বিধবা ৯৯ জন উপকারভোগী গত জুলাই ২০১৬ হতে জুন ২০১৭ পর্যন্ত ভাতার টাকা উত্তোলন করতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।