সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জে দুধ সংরক্ষণের লক্ষ্যে দুগ্ধ চিলিং সেন্টার উদ্বোধন করা হয়েছে।
বুধবার শোভাগঞ্জ কাচারি বাজারে দুগ্ধ চিলিং সেন্টারের উদ্বোধনী আলোচনা সভা সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেখ দই ঘর সাদুল্যাপুরের মোস্তফা শেখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুগ্ধ খামারী মনোজ কুমার রায়, শহিদুল ইসলাম, কাদের ব্যাপারী, ডাক্তার রোফাজুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, লাল মিয়া প্রমুখ। দুগ্ধ চিলিং সেন্টারটি উদ্বোধন হওয়ায় অত্র এলাকার ৫০ জন দুগ্ধ খামারীর দুধ সংরক্ষণে দীর্ঘ দিনের প্রতিবন্ধকতা দুর হল।