সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজ্রপাতে হরিপুর ইউনিয়নের চর হরিপুর গ্রামের তিস্তা নদীতে ফারুক মিয়া (২৯) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। ফারুক মিয়া ওই গ্রামের আলিম উদ্দিনের ছেলে। মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চর হরিপুর গ্রামের তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, রাতে ফারুক মিয়া তার শ্যালো ইঞ্জিন চালিত নৌকা তিস্তা নদীর চর হরিপুর ঘাটে রাখে। এরপর গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে ফারুক মিয়া নৌকায় উঠলে হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যায়।