
জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ী এলাকায় নিজ বাড়িতে সহোদর দুই বোনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো: ভাবনা আক্তার (১৩) ও নুরুন্নাহার লুবনা (১০)। তারা দুজনই স্থানীয় স্কুলের শিক্ষার্থী। নিহতদের বাবার নাম সামিউল হক ওরফে শামীম আহমেদ, তিনি প্রবাসী। মায়ের নাম তাসলিমা বেগম।
স্থানীয়রা গণমাধ্যমকে জানান, রাতের খাবার খেয়ে তার দুই মেয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে গলাকাটা অবস্থায় বিছানায় তাদের মৃতদেহ পাওয়া যায়। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি কেউ।
তাসলিমা বেগম ও এলাকাবাসীর ভাষ্য, গতকাল মঙ্গলবার সকালে তাসলিমা তার দুই মেয়েকে স্কুলে যেতে বলে বাড়ি থেকে বের হন। তিনি জামালপুর পৌর শহরের বাগেরহাটা এলাকায় তার মায়ের বাড়িতে যান। তিনি বুধবার সকালে বাড়িতে ফেরেন। ঘরের পেছন দিকের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে দুই মেয়েদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।
জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। তারা বিষয়টি তদন্ত করছে। মা তাসলিমাসহ আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এসপি দেলোয়ার হোসেন জানান, ময়মনসিংহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা আসছেন। তাদের কাজ শেষ হলে দুই কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।