প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়ার খবর শেয়ারের কারণে ৫৭ ধারায় গ্রেপ্তার খুলনার স্থানীয় সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
বুধবার সকালে তার জামিন মঞ্জুর করে আদালত। আব্দুল লতিফ মোড়ল খুলনার স্থানীয় দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।
এর আগে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডুমুরিয়া থানা পুলিশ নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
প্রতিমন্ত্রীর পক্ষে স্পন্দন নামে স্থানীয় আরেকটি পত্রিকার সাংবাদিক সুব্রত রায় বাদী হয়ে তথ্য – প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন।
স্থানীয় অন্যান্য সাংবাদিক ও পুলিশের কাছ থেকে জানা গেছে, গত ২৯ জুলাই ডুমুরিয়ায় কিছু লোককে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করা হয়। এরমধ্যে একজন ব্যক্তির ছাগল ওইদিন রাতেই মারা যায় বলে বিভিন্ন পত্রিকায় খবর প্রচার হয়।
সেই খবর আব্দুল লতিফ ফেসবুকে শেয়ার করেছেন এই অভিযোগে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়।
পুলিশ বলছে, এখন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে লতিফের ফেসবুক পাতায় গিয়ে ছাগল সংক্রান্ত কোনো পোস্ট দেখা যায়নি।