গাইবান্ধা প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রোখছানা খাতুনসহ পুলিশের জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভার শুরুতেই প্রয়াত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আলোচনাক্রমে ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী গৃহীত হয়। সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র্যালী, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সকল মসজিদে বাদ জোহর শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা, জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা প্রতিযোগিতার অনুষ্ঠান, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক প্রামান্য চলচিত্র প্রদর্শনী।
এছাড়া জেলা শিল্পকলা একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশন, কোরখানি, বিশেষ মোনাজাত, হামনাত হেফজ, সংগীত আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করবে।