
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএল-এনের প্রার্থী শহিদ খাকান আব্বাসি দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকালে জাতীয় পরিষদের স্পিকার এ ঘোষণা দেন।
২৬০ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদে ২২১টি ভোট পেয়েছেন আব্বাসি। পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্বগ্রহণ না করা পর্যন্ত অন্তত ৪৫ দিন এ পদে বহাল থাকবেন তিনি।
এদিন জাতীয় পরিষদের অধিবেশন পরিচালনা করেন স্পিকার আয়াজ সাদিক। এদিন অধিবেশনে কেবল অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন নিয়েই আলোচনা হয়। পরে অনুষ্ঠিত হয় ভোটাভুটি।
গত শুক্রবার দুপুরে নওয়াজকে প্রধানমন্ত্রী পদে দেশটির সুপ্রিমকোর্ট অযোগ্য ঘোষণা করলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নওয়াজ শরীফ।