গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বগুড়া রংপুর মহাসড়ক দুর্ঘনায় অজ্ঞাত ১ ব্যাক্তি নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বন্দরে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা সুত্রে জানা যায়, বগুড়াগামী যাত্রীবাহি মিনিবাস ঢাকা-মেট্রো-জ-০৪-০০৯৯ এর চাকায় পিষ্ট হয়ে ঘটনার স্থলেই অজ্ঞাত ওই ব্যাক্তি নিহত হয়। হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ খবর লেখা পর্যন্ত তার কোন পরিচয় হাইওয়ে থানা নিশ্চিত করতে পারেনি।