গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রভাবশালী মোফাজ্জল হোসেন আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ইসতিয়াক নামে এক ব্যাক্তির বাসা মিল-চাতাল ভাংচুর করে দখলের চেষ্টা। এসময় সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কিত হয়ে পরে ইসতিয়াকের পরিবার। এঘটনা ঘটে সোমবার সকাল ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বন্দরে।
জানা গেছে, মহিমাগঞ্জ ইউনিয়নের মৃত-মাসুদ আহম্মেদের পুত্র ইসতিয়াক আহম্মেদ মিল, চাতাল, দখলের জন্য হামলা চালায় একই ইউনিয়নের কুমিরাডাঙ্গা গ্রামের আফছার আলীর পুত্র মোফাজ্জল হোসেন।
ইসতিয়াকের স্ত্রী জানান, ১৯৭১ সালে ৬৬ শতক জমি ক্রয় করে আমরা ওই জমিতে মিল, চাতালসহ বাসা নির্মান করে ব্যবসাসহ বসবাস করে আসছি। ওই জমিতে মামলা সংক্রান্ত কারনে আদালত থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোফাজ্জল হোসেন ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে হামলা চালিয়ে প্রায় ৩ লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করে। বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে মানবেতর যাপন করছে বলে তারা জানান। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।