গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা থেকে বাজার পর্যন্ত রাস্তা প্রসস্তকরণ ও ড্রেন সংস্কার কাজ চলায় বৈদ্যুতিক খুটি গুলি রাস্তার মধ্যে পড়ায় সে গুলো পূনঃস্থাপনের কাজ করছে বিদ্যুৎ বিভাগ। শহরের পশ্চিম চৌমাথা হতে বাজার রোডের পশ্চিম পার্শ্বের পুরাতন খুঁটি থেকে প্রায় ৩ থেকে ৪ ফুট সরে বিভিন্ন ভবন ঘেষে নতুন করে বৈদ্যুতিক খুঁটি পোতা হয়েছে। ওইসব বিদ্যুতের খুঁটিতে ১১ হাজার ও ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইন আছে। এসব বিদ্যুৎ লাইন আবাসিক ভবন ঘেষে যাওয়ায় ভবনে বসবাস ঝুঁকিপন্ন হয়ে উঠেছে। এতে প্রাণহানীসহ বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা হতে পারে মনে করছেন এলাকার মানুষ। বিষয়টি বিপজ্জনক হওয়ায় এব্যাপারে ৩১ জুলাই গোবিন্দগঞ্জ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী বরাবরে অভিযোগ করা হয়েছে। বিপদজ্জনক বিদ্যুৎ লাইনে বড় ধরনের দূর্ঘটনার আগেই যাতে ব্যবস্থা নেওয়া হয় এমনটি দাবী এলাকাবাসীর। তবে বৈদ্যুতিক আবাসিক প্রকৌশলী আবু হারেচ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিদ্যুৎ লাইনে যাতে কোন ধরনের দূর্ঘটনা না ঘটতে পরে তার জন্য যথাযত ব্যবস্থা নেওয়া হবে।