সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৪৬ তম স্কুল ও মাদরাসার গ্রীষ্মকালীন খেলাধুলার ফুটবল ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোবরাব সুন্দরগঞ্জ আব্দুল মজিদ বালক উচ্চ বিদ্যালয মাঠে উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ গোলাম মোস্তাফা আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল প্রমুখ। ফুটবল খেলায় ১ শূণ্য গোলে কাটগড়া উচ্চ বিদ্যালয ধুবনি কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। পরে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।