গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জোর পূর্ব্বক জমি বে-দখলসহ হত্যার হুমকি দেওয়ায় থানায় অভিযোগ দায়ের।
থানার অভিযোগ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনে পুত্র মোঃ মাসুম মিয়া শিহিপুর মৌজার জে.এল নং ৭২. খতিয়ান নং ৩৩৭, এর ৫৫ শতাংশ জমি পৈত্তিক সুত্রে ভোগ দখলসহ চাষাবাদ করিয়া আসিতেছিল। মাসুম মিয়া তার সাংসারিক প্রয়োজনে উক্ত জমি অনত্র বিক্রি করার সিদ্ধান্ত নিলে বিবাদীগন একই গ্রামের মৃত-বদিউজ্জামানের পুত্র জাকানু মিয়া (৩৮), মৃত-বাবর আলীর পুত্র সাজু মিয়া (৪০), মৃত-সামছুল হকের পুত্র ওবায়দুল হক (৩০), মৃত-খাদেম হোসেনের পুত্র মজনু মিয়া (৩০) সহ আরো অজ্ঞাত লোকজন নিয়ে আমার জমির মিথ্যা মালিকানা দাবী করিয়া জমি বে-দখল, মারপিটসহ হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে। এ বিষয়ে মাসুম মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।