খরববাড়ি ডেস্কঃ জাতীয়পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ এমপি মনোনীত (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কর্মী সমাবেশ উপলক্ষে এক র্যালী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে নবীণদের আগমন উপলক্ষে কলেজ শাখার সভাপতি সোহেল সরকার মিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহবায়ক সুমন সরকার, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান সোহাগ, যুগ্ম আহবায়ক নাজিউর রহমান পরাগ, যুগ্ম আহবায়ক মোজাহিদুল ইসলাম বিপুল প্রমুখ। কর্মী সমাবেশটি পরিচালনা করেন জাতীয় ছাত্রসমাজের কলেজ শাখার সাধারণ সম্পাদক লাজুক সরকার। এসময় সমাবেশে সরকারি কলেজ জাতীয় ছাত্রসমাজের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।