গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় গত রোববার রাতে ব্যতিক্রমী বর্ষা শিল্পীরা মাতালেন দর্শক শ্রোতাদের। জেলা শিল্পকলা একাডেমি’র এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, প্রমতোষ সাহা, অমিতাভ দাশ হিমুন, শিরিণ আকতার প্রমুখ।
আবৃত্তি, গান ও নাচে জেলা শিল্পকলা একাডেমির শাহ মশিউর রহমান, চুনি ইসলাম, সোমা সেন, নীলুফার জেসমীন বিথী, তপু রায়, পৃথিলা প্রিয়ন্তি সাহা, জাহিদুল ইসলাম জাহিদ, জ্যোতি, মধুরিমা, অনিরুদ্ধ, মাহমুদ সাগর মহব্বত, মিজানুর রহমান মিলন, মানিক বর্মন অংশ নেন। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা এতে উপস্থিত ছিলেন।