গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড অবহিতকরন ও পরিকল্পনা সভা গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আগামী ৫ আগস্ট ১ম রাউন্ড সফল করার লক্ষে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আকতারা বেগম, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুল লতিফ প্রধান, দরবস্ত ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা শিক্ষা অফিসার আবু তারেক মোঃ রওনাক আখতার, ঈমাম সমিতির সভাপতি মাওঃ হোসাইন আহমেদ প্রমুখ। আগামী ৫ আগস্ট ১ম রাউন্ড ক্যাম্পেইনে ৬ হতে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।