নওয়াজ শরিফের পদত্যাগের পর দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করবেন শহীদ খাকান আব্বাসি। এর আগে খাকান আব্বাসি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
শনিবার পাকিস্তানের ক্ষমতাসীনদল মুসলিম লিগ শাহীদ খাকানকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন।
এদিকে দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগের পক্ষ থেকে নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফকে মনোনয়ন দেয়া হয়েছে।
শহীদ খাকান আব্বাসী কয়েক মাস প্রধানমন্ত্রী পদে থাকবেন যতদিন না নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর পদ গ্রহণের জন্য তৈরি হন। শাহবাজ শরিফ এখন পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ।
তাকে প্রধানমন্ত্রী হতে গেলে ওই পদ ছাড়তে হবে এবং তার পর কোন একটি উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টের সদস্য হতে হবে।
সূত্র: দ্যা ডন পাকিস্তান।