গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ সদর উপজেলা জাসদ ছাত্রলীগের সম্মেলন শনিবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা সাইফুল ইসলাম শিমুলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সামসুল ইসলাম সুমন। সম্মেলনে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাঃ একরাম হোসেন, জেলা জাসদ সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, সহ-সভাপতি জিয়াউল হক জনি, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদি, পৌর কাউন্সিলর কামাল আহমেদ, শহর জাসদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ রুবেল, যুবনেতা সুজন প্রসাদ প্রমুখ। পরে সাইফুল ইসলাম শিমুলকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট সদর উপজেলা জাসদ ছাত্রলীগের কমিটি এবং রাকিব হাসান সীমান্তকে সভাপতি ও বিশাল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগ কমিটি গঠন করা হয়।