গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যায়ে আরো ৬টি সড়ক পাকা করা হচ্ছে। শনিবার গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসেনর সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ আনুষ্ঠানিক ভাবে সড়ক গুলির পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এলজিইডি’র অর্থায়নে পাকাকরনের জন্য সড়ক ৬ টি হলো উপজেলার ঘুগা হতে ফুলপুকুরিয়া, গুমানীগঞ্জ ইউনিয়ন হতে দাড়িদহ, বানেম্বর হতে কুকরাইল, শাখাহার ইউপি হতে কাটা আরএন্ড এইচ সড়ক এবং কাটাবাড়ী হতে ফুলহার রাস্তা। সড়ক গুলি পাকাকরন সম্পন্ন হলে অত্যন্ত অল্প সময়ে এলাকাবাসী তাদের জমিতে উৎপন্ন ফসল খুব দ্রুত হাটবাজারে নিতে পারবেন এবং অল্প সময়ে এলাকাবাসী ও শিক্ষাথীরা উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। পাকাকরণ কাজে উদ্বোধন উপলক্ষে ঘুগা মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সুজন কুমার কর, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সাংগঠানিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, কোষাধ্যক্ষ আতিকুর রহমান আতিক, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান এস এম রিপন, শাখাহার ইউপি চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্ট, ফুলপুকুরিয়া কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জিন্নাতুল ইসলাম সিলন প্রমূখ।