
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাব–সেক্টর কমান্ডার মেজর (অবসরপ্রাপ্ত) জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায়, রাষ্ট্রপতি দেশের এই সাহসী মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোকও দু:খ প্রকাশ করেন।
আবদুল হামিদ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জিয়াউদ্দিন, লিভারের রোগে ভুগছিলেন। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। সুত্র:বাসস