গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে তীব্র পেটের ব্যাথা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছেন এক অশীতিপর বৃদ্ধ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালূয়া গ্রামের বাড়িতে নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আতœহত্যাকারী জয়নুদ্দিন শেখ (৮৫) ওই গ্রামের মৃত ফয়জুল্লাহ শেখের পুত্র। দুই পুত্র ও চার কন্যার জনক বৃদ্ধ জয়নুদ্দিন শেখ দীর্ঘ দিন ধরে পেটের ব্যাথাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তীব্র পেটের ব্যাথায় প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় অভিমান করে তিনি আতœহত্যা করেছেন বলে মনে করছেন এলাকার লোকজন। মৃতের পুত্র মো. মদিনা শেখ ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।