সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা-সুন্দরগঞ্জ গ্রামীন হাইওয়ে সড়কে পৌরসভার পূর্ব বাইপাস মোড়সহ বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওযায় হাটু কাদা জমে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের যানবাহন প্রতিনিয়ত ওই সড়ক দিয়ে চলাচল করছে। অথচ সড়কটি মেরামত বা সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি আজও ।
সড়ক ও জনপদ বিভাগের আওতাধিন ২০০৪ সালে রংপুর ভায়া সুন্দরগঞ্জ হয়ে গাইবান্ধা পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সড়কটি নির্মাণ করে। নির্মাণের পর থেকে বিভিন্ন স্থানে সৃষ্ট গর্ত সমূহ মেরামত ও সংস্কার না করায় এর পরিধি দিন দিন বেড়েই চলছে। সুন্দরগঞ্জ হতে গাইবান্ধা পর্যন্ত সড়কটি প্রায় ৫০টি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। জমে গেছে হাটু কাদা- গিটা কাদা । যার কারণে ছোটখাট যানবাহনসহ ভারি যানবাহন চলাচল অত্যন্ত হুমকির সন্মুখিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে পৌর শহরের বাইপাস মোড়, ডোমের হাট, সুবর্ণদহ, বালারছিড়া, বড় মসজিদ, মজুমদার বাজার, শোভাগঞ্জ বাজার, ধর্মপুর, মাঠের হাট নামক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই সব স্থানে ভারি যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। ট্রাক চালক ইলিয়াছ আলী জানান, গ্রামীন হাইওয়ে সড়ক দিয়ে বর্তমানে গাড়ি চালানো দুস্কর ব্যপার হয়ে দাড়িয়েছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর জানান, সড়ক ও জনপদ বিভাগ সড়কটি তত্বাবধান করেন। এখানে এলজিইডির করার কিছু নেই। গাইবান্ধার সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীর সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।