গাইবান্ধা প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের কাছে উপস্থাপনের লক্ষ্যে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার চন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কঞ্চিপাড়া ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এডভোকেট ইস্তেকুর রহমান সরকার। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু। ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মেহেদী হাসান বাবু’র সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, মুক্তিযোদ্ধা মশিউর রহমান চাঁন, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, হায়দার আলী, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, আব্দুর রহমান লিটন, যুবলীগ নেতা রুবেল মিয়া, জয়নাল আবেদীন, মতিয়ার রহমান, জালাল উদ্দিন সঞ্জু প্রমুখ। পরে ২১ সদস্য বিশিষ্ট কঞ্চিপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে বলে জানানো হয়।