গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে বৃহস্পতিবার গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে স্পট মিটারিং এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। বোনারপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল হাসান স্পট মিটারিং এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, এজিএম আশরাফুল হুদা, এজিএম সাহেদুর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার হেমায়েত হোসেন, পিইউসি ছামসুল আলম, আব্দুর রাজ্জাক, দেবল চন্দ্র, গ্রাহক অভয় চন্দ্র দাস, জগাই চন্দ্র দাস, দিলিপ দাস প্রমুখ।