গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বণার্ঢ র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে এক মিনিট নিরবতা পালন করে দলীয় অস্থায়ী কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪ দলীয় জোট সরকারের অন্যতম শরীক দল বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সম্পাদক এমএ মতিন মোল্লা।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মিঠুর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অন্যতম নেতা আনোয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম, রোমান মিয়া, তাঁতীঁলীগের প্রচার সম্পাদক মুরাদ সরকার, স্বেচ্ছাসেবকলীগের রাখালবুরুজ ইউনিয়ন সভাপতি আমিরুল ইসলাম, কাটাবাড়ী ইউনিয়ন সভাপতি সাবু মিয়া, সম্পাদক পাভেল, মহিমাগঞ্জ ইউনিয়ন সাধারন সম্পাদক ফিরোজ কবির, শিবপুর ইউনিয়ন সভাপতি আলতাব হোসেন ও সেকেন্দার আলী প্রমূখ।