খবরবাড়ি ডেস্কঃ ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়িতে অভিযান চালিয়ে মঙ্গলবার আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩ । এসময় তাদের কাছ থেকে একটি চোরাই ট্রাকটর ও ট্রলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আলম মন্ডল, জাহেদুল ইসলাম, আব্দুল আলিম, শিপন মিয়া ও মোজাহারুল ইসলাম।
র্যাব-১৩ এএসপি হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটর সাইকেল, ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন ডাকাতি ও ছিনতাই করে আসছিল। মঙ্গলবার রাতে র্যাব অভিযান চালিয়ে ৫ ডাকাত গ্রেফতার করে। ডাকাতদল একটি চোরাই ট্রাক্টর ও একটি ট্রলি নিয়ে বিক্রির জন্য চিলাহাটি যায়। সেখান ক্রেতা না পেয়ে রাতে ফেরার সময় পলাশবাড়ি ব্র্যাক মোড়ে ওই দুটি যানবাহন ফেলে রেখে ডাকাতদল পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় র্যাব ট্রাক্টর ও ট্রলি উদ্ধারসহ ডাকাতদলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।