![]()
নিউজ ডেস্ক- বাংলাদেশ অতিথি দলকে নিরাপত্তা দেওয়ায় নতুন মানদণ্ড তৈরি করছে, সফরে এসে এর বেশি আপনি আশা করতে পারেন না- গত বছর ইংল্যান্ডের সফর শেষে বলছিলেন দলটির নিরাপত্তা প্রধান রেজ ডিকাসন।
অস্ট্রেলিয়ার চাওয়াও তেমন নিশ্ছিদ্র নিরাপত্তা। সেই ব্যাপারেই নিশ্চিত হতে ঢাকায় আসলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঁচ সদস্যের প্রতিনিধিদল। সোমবার রাতে ঢাকায় পা রাখেন অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল।
এরপর আজ সকালের দিকে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)
একেএম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আইজিপি সাংবাদিকদের জানান, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল।
দুই টেস্ট খেলতে ১৮ আগস্ট ঢাকায় পৌঁছার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ঢাকা ও মিরপুরে হবে দুটি টেস্ট। তার আগে নিরাপত্তা এবং লজিস্টিক সাপোর্টগুলো শেষবারের মতো দেখতে ঢাকায় আসলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
জানা গেছে, অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের সদস্যরা ফতুল্লা, ঢাকা এবং চট্টগ্রামে যাবেন। স্টেডিয়ামগুলোতে খেলোয়াড়ের সুযোগ-সুবিধা পরখ করবেন তারা। পাশাপাশি নিজেদের চাহিদা বিসিবিকে জানিয়ে যাবেন।
উল্লেখ্য, গত ১৬ জুন বাংলাদেশ সফরের টেস্ট দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। ২২-২৪ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।