খবরবাড়ি ডেস্কঃ “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই-দেশী ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমববার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৭ উপলক্ষে এক বিশাল র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নবীউল হাসান, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম বিএসসি ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ রায় প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ছাড়াও নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।