খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিবাদে বাড়িঘর ভাঙচুর-লুটপাট, মহিলাসহ আহত ৪, থানায় এজাহার দাখিল। ঘটনাটি ঘটেছে গত ২৪ জুলাই ভোর রাতে উপজেলা সদরের বাড়াইপাড়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে আব্দুল মান্নান এর সাথে মৃত আব্দুল হামিদের ছেলে সাহেব উদ্দিন গংদের মধ্যে দীর্ঘদিন থেকে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন সাহেব উদ্দিনগংসহ ৫/৬জনের একদল লোক লাঠি,সোঠা, লোহাররড, দা-কুড়াল নিয়ে মান্নানের বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর ও বাধা প্রদানকারীদের মারপিটে গুরুতর আহত করে এবং ঘরের ভিতর ঢুকে নগদ টাকা হাতিয়ে নেয়। এসময় মহিলাসহ ৪ ব্যক্তি আহত হয়। আহতরা হচ্ছে- মাহাবুবুর রহমান, হাজেরা বেগম, হালিমা বেগম ও আব্দুল মান্নান। আহতদের মধ্যে মাহাবুবুর রহমান ও হালিমা বেগম পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আব্দুল মান্নান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬জনকে আসামী করে ওইদিনই পলাশবাড়ী থানায় একখানা এজাহার দাখিল করছেন।