পশ্চিমবঙ্গের জেলে আটক শিশুদের মধ্যে ৬৩ শতাংশই বাংলাদেশি। রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের (ডব্লিউসিপিসিআর ) কাছে দেওয়া এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পশ্চিমবঙ্গের পুনর্বাসন প্রশাসন অধিদফতরের করা এই প্রতিবেদনে বলা হয়, কলকাতার ১৯টি জেলে ২৬২ জন শিশু বন্দি আছে যার মধ্যে ১৬৪ জনই বাংলাদেশি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুসকে দেওয়া এক সাক্ষাতকারে কমিশনের চেয়ারম্যান অনন্য চ্যাটার্জি চক্রবর্তী বলেন, বন্দি শিশুদের মধ্যে মিয়ানমারেরও ১১ শিশু রয়েছে। তাদের বয়স ২-৬ বছরের মধ্যে।
প্রতিবেদন বলা হয়, ১৬৪ বাংলাদেশি শিশুর মধ্যে ৭২ জন কলকাতার দমদম পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। আর ৫০ জন রয়েছে মুর্শিদাবাদের বেরহামপুর কেন্দ্রীয় পুনর্বাসন কেন্দ্রে।
চক্রবর্তী আরো বলেন, এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য ছিল শিশুরা পর্যাপ্ত পুষ্টি, চিকিৎসা ও শিক্ষা পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করা। তারা কারাগারে কোনো হয়রানির শিকার হচ্ছে কিনা এটাও খতিয়ে দেখছি আমরা। সূত্র: দ্য হিন্দু।