গাইবান্ধা প্রতিনিধিঃ সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে এক ঘন্টায় ৪ লাখ বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গাইবান্ধা জেলার ৮২টি ইউনিয়নের প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। গত রোববার সদর উপজেলার উত্তরপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জোব্বার। এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল, সহকারি উপজেরা শিক্ষা কর্মকর্তা মোছা. শাহানা বেগম, মো. মাসুদুল ইসলাম, পৌর কাউন্সিলর কামাল আহমেদ, প্রধান শিক্ষক মাহামুদা বেগম মিলন প্রমুখ।
এদিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের চারপাশে উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল রাণী মজুমদার বৃক্ষ রোপন করেন।