সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেসরকারি শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ চত্ত্বরে এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীয় করণ, ৫ ভাগ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পুর্নাঙ্গ চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে মহাসমাবেশ করেছে বেসরকারি শিক্ষকরা।
উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফ্রন্টের আয়োজনে সমাবেশে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কম পক্ষে দুই হাজার শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ বটতলি চত্ত্বরে সমাবেশে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ্যে নাসরিন সুলতানা, সহকারি অধ্যাপক মাসুদুর রহমান, শোভাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন নুরী, ধুমাইটারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব খোকন, বেলকা ডিগ্রী কলেজের অধ্যাপক নিমাই ভুট্টাচার্য, গোপাল চরণ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল আলম রেজা, গোলাম মোস্তফা আহমেদ বাবুল, পাঁচগাছি শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুনীল কুমার সরকার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ প্রমূখ। বক্তাগণ অবিলম্বে শিক্ষকদের দাবী বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নিকট জোর দাবী জানিয়েছেন। পরে একটি র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।