খবরবাড়ি ডেস্কঃ গতকাল পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠের বাজার আবু বকর ফাজিল মাদ্রাসার ইনক্লুসিভ স্যানিটেশন কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ওয়াটার এইডের সহায়তায় এসকেএস ফাউ-েশন ওয়াশ ইন স্কুল প্রকল্পের মাধ্যমে পলাশবাড়ী উপজেলার ৬২টি মাধ্যমিক স্কুল ও মাদ্রসায় পর্যায় ক্রমে ওয়াশ ফ্যাসিলিটিস নিশ্চিত করা, হাতধোয়া ও এমএইচএম বিষয়ে ছাত্র ও ছাত্রীদের জ্ঞান বৃদ্ধি ও অনুশীলন করানো, রক্ষনাবেক্ষন ও মেরামত করার জন্য ওয়াশ ফান্ড গঠন এবং ইনক্লুসিভ স্যানিটেশন কমপ্লেক্স এর সাথে জড়িত সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানো ও ওয়াশ ইন স্কুল স্থায়ীত্বকরনের জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রতি নজর বৃদ্ধি করার জন্য কাজ করে আসছে এরই ধারাবাহিকতায় মাঠের বাজার আবু বকর ফাজিল মাদ্রাসার ইনক্লুসিভ স্যানিটেশন কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তি প্রস্তর স্থাপন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন এসময় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন বেতকাপা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফজলুল করিম, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, এসএমসি ও পিটিএর সদস্য বৃন্দ, ছাত্র-ছাত্রী ও এসকেএস ফাউনডেশনের প্রকল্পের কর্মীগন।