গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর ফলিয়া গ্রামের দক্ষিণ কামারজানি উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে শহর রক্ষা বেরী বাঁধের নির্মাণাধীন সুইচগেটটি দিয়ে বন্যার পানি আলাই নদীতে প্রবেশ করায় বিদ্যালয়টিসহ ৩০টি পরিবারের বাড়িঘর, গাছপালা ও বাঁশঝাড় অধিকাংশ নদীগর্ভে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড এর মাধ্যমে আংশিক কাজ করা হয়েছে। যা দ্বারা নদী ভাঙন প্রতিরোধ সম্ভব হচ্ছে না। এব্যাপারে অত্র ওয়ার্ডের মেম্বর ফজলার রহমান বাচ্চুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০১৬ সালের ২০ আগষ্ট পানি উন্নয়ন বোর্ডের একটি লিখিত অভিযোগ করেছিলাম। গত ২২ জুলাই শনিবার পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন। তবে ভাঙন প্রতিরোধ করতে হলে ১ হাজার ফুট স্থায়ী ব্লক এর ব্যবস্থা না করলে বিদ্যালয়টিসহ ৩০টি পরিবার ও সোনালী বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বর্তমানে এই এলাকার মানুষের মধ্যে এখানকার ভাঙন নিয়ে অশান্তি বিরাজ করছে।