গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদোগে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বাৎসরিক ভাতা, ও বৈশাখী ভাতা সহ বিভিন্ন দাবীতে গতকাল রোববার সমাবেশ মানববন্ধন স্বারক লিপি পেশ করা হয়েছে। গোবিন্দগঞ্জ মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীব। এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠানিক সম্পাদক উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল আজিজ সরকার, অধ্যক্ষ ইসলাম বিরু, অধ্যক্ষ আব্দুল কাদের, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, অধ্যক্ষ জিয়াউল ইসলাম, অধ্যক্ষ মুনসুরুর রহমান, অধ্যক্ষ আব্দুর রউফ, অধ্যক্ষ আশরাফ আলী, সহকারী অধ্যাপক ফিরোজ খান নুন, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সুপার আবুল কাশেম, বাকশিস গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক আবু রাহেন শফিউল্লা, অধ্যাপক তাওয়াদ হোসেন প্রমূখ। এরপর ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল সহকারী উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দাবী সম্বলিত একটি স্বারক লিপি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে পেশ করেন।এর আগে উপজেলার সকল শিক্ষক-কর্মচারীরা ঢাকা-রংপুর মহাসড়কে একটি মানববন্ধন কর্মসূচী পালন করে।