গাইবান্ধা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী এক ঘন্টার মধ্যে একযোগে বৃক্ষরোপণ
কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২ এর নির্দেশনায় রোববার দুপুর ১২টায় উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলজ বৃক্ষরোপণ করেন ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার হেমায়েত আলী শাহ্। এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, এস.এম আজহারুল ইসলাম, এস.এম কামরুজ্জামান, নজমুল হুদা, শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক সাইফুর রহমান মিলন, নুরুল হুদা শিপুল প্রমুখ। পরে একযোগে উপজেলার ১২৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে প্রতিজন শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সভাপতি ও ৩ জন শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানে মাঠে বেলা ১২টা থেকে দুপুর ১টার মধ্যে একটি করে গাছের চারা রোপণ করেন। এতে ফুলছড়ি উপজেলায় এক হাজার ১৭৮টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।