খবরবাড়ি ডেস্কঃ “একটি গাছ একটি প্রাণ-সবুজ পৃথিবী, উন্নত বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে রোববার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতাকাপা ইউনিয়নের ডাকেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যাললয়ে প্রধান শিক্ষক শামছুজ্জামান চৌধুরী, সহকারী শিক্ষক সামছুল ইসলাম ও মোছাঃ রেশমা বেগমসহ শিক্ষার্থীদের নিয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। অপরদিকে পূর্ব নয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুমি সরকার, সহকারী শিক্ষক জাফর ইকবাল মন্ডল, হ্যাপি আকতার ও মাহমুদা আকতারসহ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন করেন। পরে শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ বৃক্ষ পিয়ারা চারা বিতরণ কর হয়। প্রথমে রায়তী নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহিশ শাফী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এটিএম সারুয়ার আলম সরকার আলম বৃক্ষরোপন করেন। এসময় রায়তী নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি হারুন সরকার, প্রধান শিক্ষক আ.না মোঃ শরিফুল ইসলাম প্রধান, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম সরকার, সুলতানা হীরা আক্তার ও এজাজুল হক সরকারসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।