গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলা জাতীয় পার্টির এক বর্ধিত সভা গতকাল রোববার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দলের সদর উপজেলা সভাপতি শাহজাহান খান আবুর সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি আব্দুর রশিদ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য জেলা সাধারণ সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদার রহমান মুকুল, আনোয়ারুল ইসলাম লেবু, রেজাউন্নবী রাজু, আব্দুস সামাদ, আব্দুল রহমান ফুল, সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বাদল, রফিকুল ইসলাম, আয়নাল হক, মন্টু মিয়া প্রমুখ। বক্তারা আসন্ন জাতীয় একাদশ জাতীয় সংসদ সংসদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে দলকে শক্তিশালী করার আহবান জানান। তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে একটি শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বর্ধিত সভায় আতিকুর রহমান আতিক ও ঈষা জোয়ারদারের নেতৃত্বে বিভিন্ন দলের প্রায় ৩৫০ জন নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন প্রমুখ।