গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে গতকাল রোববার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মইনুল হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.কা.মো. রুহুল আমিন, জেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আব্দুল লতিফ প্রমুখ।