
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খানকে বিএফডিসির ১৮টি সংগঠনের অবাঞ্ছিত ঘোষণার আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
রবিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
তথ্য সচিবসহ সংশ্লিষ্ট ১৮ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটের পক্ষের আইনজীবী।
আদালতে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ জানান, এই আদেশের ফলে আগামী ২৫ জুলাই থেকে শাকিব খানের শুটিংয়ে আর কোনো বাধা রইল না।