গাইবান্ধা প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের ১১নং সেক্টর কমান্ডার জাসদের অন্যতম নেতা শহীদ কর্ণেল আবু তাহের বীর উত্তমের ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা শহর জাসদের উদ্যোগে জেলা জাসদ কার্যালয়ে আলোচনা সভা দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত হয়। শহর জাসদের সভাপতি পৌর কাউন্সিলর কামাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাঃ একরাম হোসেন, জেলা জাসদ সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক গোলাম মারুফ মনা, কেন্দ্রীয় জাসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদি, জেলা জাসদ সহ-সভাপতি সেলেকুজ্জামান চৌধুরী রুবেল, পলাশবাড়ি উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, জিয়াউল হক জনি, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, নারী জোটের শিরিন আকতার লিজা, শ্রমিক জোটের নুর মোহাম্মদ বাবু, যুবজোটের সুজন প্রসাদ, ছাত্রলীগের রাকিব হাসান সীমান্ত, শহর জাসদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান লিটন প্রমুখ।