গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন গত শুক্রবার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বড় ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ ফাহমিদা সুলতানা সীমা। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম। সহকারী নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন চাপাদহ বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রাজ্জাক, ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিয়াজ্জামান ডিপটি। নির্বাচন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।