গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় কমিউনিটি রেডিও সারাবেলার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং ফ্রী প্রেস আনলিমিটেডের সহযোগিতায় দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় এসকেএস ইন্-এ ‘ফেলোশীপ ফর ইয়ুথ এন্ড ইয়ুথ উইমেন ইন কমিউনিটি মিডিয়া এ্যান্ড জার্নালিজম’ শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুকের সভাপতিত্বে, ওরিয়েন্টেশনে রিসোর্স পার্সন ছিলেন, দৈনিক মাধুকরের বার্তা সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্তী এবং সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু।
কর্মশালা পরিচালনা করেন রেডিও সারাবেলার এ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার শান্তা সূত্রধর।
কর্মশালায় ফেলোশীপের মেন্টর এবং ইয়ুথ এ্যান্ড ইয়ুথ উইমেন ফেলোরা অংশ নেন। উল্লেখ্য, বিএনএনআরসি ও এফপিইউ এর সহযোগিতায় রবিদাস সম্প্রদায়ের ২জন যুব ও যুব নারী রেডিও সারাবেলায় ফেলো হিসেবে কাজ করছেন। এর আগে ওই সম্প্রদায়ের ৪জন যুবনারী ফেলোশীপ সম্পন্ন করেছেন।