গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ পেশাগত দায়িত্ব পালনের সময় ডেইলি ষ্টার পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রহমানের উপর ছাত্রলীগের নামধারী কতিপয় সন্ত্রাসীর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাংবাদিক নেতৃবৃন্দ।
শনিবার সকাল ১১টায় ফোরাম সভাপতি বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, দেশে সাংবাদিককে লাঞ্চিত করা , মারধর করা , হুমকি দেয়া , পেশাগত কাজে বাধাঁ দেয়া নতুন নয় এরুপ কর্মকান্ড সাংবাদিক তথা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। ন্যাক্কার জনক কর্মকান্ডগুলোর বিচার না হওয়ায় অন্যতম কারন। অপরাধীর পরিচয় যেমন ভিন্ন কিছু হতে পারে না, তেমনি এ অপরাধী পারপেয়ে যেতে পারে না।
অন্যানের মধ্যে বিবৃতি দিয়ে বক্তব্য রাখেন ফোরাম সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, ফোরাম সাধারন সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম প্রধান,
মোয়াজ্জেম হোসেন আকন্দ, নূর আলম আকন্দ, তারাজুল ইসলাম, কালামানিক দেব, বি কম শিখা দত্ত, মোস্তাফিজুর রহমান, আলমগীর হোসেন মন্ডল ও সাইদুল ইসলাম প্রমূখ।