গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দাবা প্রতিযোগিতা ২০১৭ গতকাল উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও সংস্থার সভাপতি গৌতম চন্দ্র পাল। অনুষ্ঠানে দাবা উপ-পরিষদের সভাপতি রেজাউন্নবী রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানী, আনোয়ারুল কাদির ফুলমিয়া, রাগিব হাসান চৌধুরী, শ্যামলেন্দু বিশ্বাস বদন, যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম রিটন,সদস্য রকিবুল হক চৌধুরী, বেনজির আহমেদ, ফিরোজ খান, আসাদুজ্জামান হাসু, মাসুদুল হক মাসুদ, সিরাজুল ইসলাম, মজিবর রহমান, মোকারম হোসেন রানা, রমজান আলী ও আনোয়ার হোসেন প্রমুখ।
প্রতিযোগিতায় জেলার পনেরটি প্রতিষ্ঠানের খেলোয়াড় অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- সি ওয়াই এস এ ক্লাব, ব্রীজরোড স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রীড়া চক্র, নবারুণ ক্রীড়া চক্র, ইলেভেন স্টার ক্লাব, অনির্বাণ স্পোর্টিং ক্লাব, গোরস্থানপাড়া ক্রীড়া সংস্থা, ইয়ং প্যাগাসাস ক্লাব, গোবিন্দগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, প্রবাহ ক্লাব, সুপন্থী ক্রীড়া চক্র, এপিআই ক্রীড়া চক্র, অঞ্জলী স্মৃতি সংসদ, চৌকষ স্পোর্টিং ক্লাব, ও ইসলামিয়া হাইস্কুল। উদ্বোধনী খেলায় প্রবাহ ক্লাবের সানজিদা সাকিব ২-০ পয়েন্টে ব্রীজ রোড স্পোর্টিং ক্লাবের আসমাউল হুসনা রিদওয়ানকে পরাজিত করেন।