গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার পাঠানপাড়া গ্রামে আমন ধানের চারা গরু দিয়ে খাওয়ানোকে কেন্দ্র করে রহমান মিস্ত্রী কর্তৃক তোতা মিয়ার বাড়ী ঘর ভাংচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মহিলাসহ ৪ জন আহত হয়।
স্থানীয়রা জানান, উপজেলার কচুয়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে তোতা মিয়ার আমন ধানের চারা একই গ্রামের আব্দুর রহমান মিস্ত্রীর গরু দিয়ে ধানের চারা খাওয়ানোকে কেন্দ্র করে বাক বিতন্ডের এক পর্যায়ে ঘটনার দিন গত বুধবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রভাবশালী আব্দুর রহমান গংরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালিয়ে তোতা মিয়া, ফুল মিয়ার বাড়ী ঘর ভাঙচুর ও মারপিট করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণলংকার সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সংঘর্ষে রওশন আরা (৩০), রাহিদুল (২৫), তোতা মিয়া (৪০) ও অবিরন বেগমকে (৩৮) গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সাঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।