আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের হিমাচল প্রদেশে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৮ জন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৯ জন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে শিমলা থেকে প্রায় ১২০ কিমি দুরে কিন্নারু নামের একটি জায়গায়এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে রেকং পিও থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি সোলানের দিকে যাচ্ছিল। সেই সময়ই বাসের চাকা পিছলে পাহাড়ের খাদ বেয়ে গড়িয়ে নীচে পড়ে যায় বাসটি। এতে অন্তত ২৮ জন যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।