গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার দুপুরে সড়ক দূর্ঘটনায় মোঃ জিয়াউর হক(২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জিয়াউল হক উপজেলার শাখাহার গ্রামের আব্দুল ছামাদের ছেলে। ভ্যানে চড়ে বাড়ি যাওয়ার পথে গোবিন্দগঞ্জ – দিনাজপুর সড়কের আলমের ছ মিলের নিকট পৌছিলে পিছন দিক থেকে একটি বাস (নং –ঢাকা মেট্রো-ড-১৪-০৬৮০) ধাক্কা দিলে জিয়াউর ভ্যান থেকে ছিটকে পড়ে গেলে ওই বাস তাকে চাপা দিয়ে চলে যায়।