গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের উপদেস্টা প্রখ্যাত শ্রমিক নেতা গাইবান্ধা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ হোসেন ফকু’র রোগমুক্তি কামনা করে বুধবার বাদ যোহর প্রেসক্লাব ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওঃ হোসাইন আহম্মেদের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য সাপ্তাহিক রাতদিনের খবর পত্রিকার সম্পাদক প্রকাশক ও গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেস্টা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ কুমার চাকী, সাধারণ সম্পাদক রবিউল কবির মনু, সহ সভাপতি গোপাল মোহন্ত, রফিকুল ইসলাম মন্ডল, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল, সাংগঠনিক সম্পাদক এস এম কবির রাসেল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল সুমন, কোষাধ্যক্ষ খোকন আহম্মেদ, ক্রীড়া সম্পাদক ডিপটি প্রধান, সদস্য হাবিবুর রহমান আকন্দ, অজয় চাকী প্রমুখ। উল্লেখ্য জটিল রোগে আক্রান্ত মোহাম্মাদ হোসেন ফকু বর্তমানে ভারতের ভেলরে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।