খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণকারী কর্মকতাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সাদুল্লাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম এনডিসি।
এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মাহমুদুল হাসানসহ জেলা ও উপজেলার অপরাপর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.